যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছেন। সোমবার ইন্দোনেশিয়ার শহর বালিতে তারা সাক্ষাৎ করেন। বিবিসির খবরে বলা হয়েছে, দুই নেতা হোটেলে সারি সারি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকার সামনে সাক্ষাতে করমর্দন করেন।
সাক্ষাতের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাইডেনকে বলেন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সর্বশেষ পাঁচ বছরেরও বেশি সময় আগে আমরা সুইজারল্যান্ডের দাভোসে সাক্ষাৎ করেছিলাম। আপনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর আমরা অনলাইনে ফোনকলে যোগাযোগ রক্ষা করেছি। তবে সরাসরি সাক্ষাতের পরিপূরক কিছুই হতে পারে না। আজ আমরা মুখোমুখি সাক্ষাৎ করছি।
শি জিনপিং বলেন, আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। একইসঙ্গে অনেক শিক্ষাও নিয়েছি। ইতিহাস হলো বড় পাঠ্যপুস্তক (টেক্সটবুক)। সুতরাং ইতিহাসকে আমাদের দর্পন হিসেবে নেওয়া উচিত। এখন যুক্তরাষ্ট্র-চায়না সম্পর্ক যে পর্যায়ে আছে, আমাদের অনেক তত্ত্বাবধান করা উচিত। দুটি বড় দেশের নেতা হিসেবে আমাদের যথোপযুক্ত নকশা করা প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্কে আমাদের সঠিক পথ খুঁজে পাওয়া প্রয়োজন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংঘাত পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। শি জিনপিংয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাইডেন বলেন, সরাসরি আলোচনার পরিপূরক আসলে কিছু নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন