যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন টিমের সাথে এবি পার্টির মতবিনিময়
আন্তঃ ও অন্তর্দলীয় সহিংসতা সহ নির্বাচন পূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করতে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন টিমের সাথে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর গুলশানস্থ একটি হোটেলে বেলা ১২টায় এই বৈঠক শুরু হয়। এক ঘণ্টারও বেশী সময় ধরে চলা বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া এবং সহকারী সদস্য সচিব ও উইমেন উইং ইনচার্য ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন টিমের সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা ড. জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআই যৌথ টিমের নিরাপত্তা ও শারীরিক নির্যাতন বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ এবং তথ্য পরিবেশ বিশ্লেষক ইভালো পেনশেভ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (NDI) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর ৫ সদস্যের যৌথ মূল্যায়ন টিম ঢাকায় এসেছে।
আজ মঙ্গলবার তারা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধি দলকে তাদের সাথে বৈঠক করার জন্য আমন্ত্রণ জানায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন