যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি।
এর মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনে হাউস অব কংগ্রেস এর কর্তৃত্ব দখল করলো ডেমোক্রেটরা। ফলে মেক্সিকো সীমান্তে দেয়াল করায় অর্থ বরাদ্দে বড় ধরনের প্রতিবন্ধকতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্বাচিত হওয়ার পর পেলোসি জানিয়েছেন, অনুপ্রবেশ বন্ধ করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তবে সীমান্তে দেয়াল হতে দিবেন না।
ক্ষমতায় আসার পর থেকেই মেক্সিকো সীমান্তে দেয়াল তুলতে চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এবার তা বন্ধ হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন