যুক্তরাষ্ট্রে ক্যান্সারে মৃত্যুর হার ২৬ ভাগ কমেছে

যুক্তরাষ্ট্রে গত ২৪ বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে ২৬ ভাগ। ১৯৯১ থেকে ২০১৫ পর্যন্ত প্রায় ২৪ লাখ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। আমেরিকান ক্যান্সার সোসাইটি ৪ জানুয়ারি এ তথ্য প্রকাশ করেছে।

২০১৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্যান্সারে আক্রান্তদের প্রতি লাখে মারা গেছে ১৫৮.৬ জন। আগের চেয়ে যা অনেক কম। তবে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আহমেদিন জেমিল। তার মতে, ধূমপান এবং অতিশয় মোটা হওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হলে মৃত্যুর ঝুঁকি আরো কমানো সহজ হবে।

কান্সার প্রতিরোধে বহুমুখী কর্মসূচি গ্রহণের ফলে ২০১৫ সালের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত মহিলার চেয়ে পুরুষের মৃত্যুর হার ৪৫% কমেছে। আর মহিলা রোগীর মৃত্যুহার ২০০২ থেকে ২০১৫ সালের মধ্যে কমেছে ১৯%।

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১৯৮৯ সালের তুলনায় ২০১৫ সালে কমেছে ৩৯% এবং প্রস্টেট ক্যান্সারে কমেছে ৫২%। মেমগ্রাফির মাধ্যমে প্রাথমিক পর্যায়েই ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসা প্রদানের পরিপ্রেক্ষিতে ব্রেস্ট ক্যান্সার দূর করা সম্ভব হচ্ছে বলেও গবেষণা জরিপে মন্তব্য করা হয়েছে।