যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে চাই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে চাই।’ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে চাই। ভবিষ্যতে আমাদের দেশের ভাবমূর্তিতে এটা ইতিবাচক ভূমিকা রাখবে। তাই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এবং তাদের দূতাবাস এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।’

টিপু মুনশি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে জিএসপি সুবিধা ফিরে পেতে চায় বাংলাদেশ সরকার। এ সময় যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরো সহজ করার আহ্বান জানান টিপু মুনশি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান, দুই দেশের মধ্যকার বাণিজ্য ইতিবাচক হারে বাড়ছে, যা আরো এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র।

তিনদিনের ইউএস ট্রেড শো চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।