যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জ্যাকশনভিলেতে বন্দুকধারীর গুলিতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। পরে গুলি করে বন্দুকধারী নিজেকেও শেষ করে দেয় । স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০ বছর বয়সী শ্বেতাঙ্গ ওই ব্যক্তি ফ্যামিলি ডলার স্টোরে প্রবেশ করে উন্মুক্ত গুলি চালায় । এ সময় পুলিশের সঙ্গে তার সংঘর্ষ হয়।
বন্দুকধারীর গুলিতে দুইজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। বন্দুক হামলার সময় ওই বন্দুকধারী শরীরে বর্ম পরিহিত অবস্থায় ছিল এবং এতে একটি ইশতেহারও ছিল।
ফ্লোরিডা নগর মেয়র ডোনা ডিগান বলেন, জাতিগত বিদ্বেষ থেকে এমনটা হয়েছে। তবে বন্দুকধারীর নাম প্রকাশ করেননি তিনি।
বন্দুকধারী তার বাবা-ময়ের সঙ্গে জ্যাকশনভিলেতে বসবাস করত। বন্দুকহামলা চালানোর আগে সে বেশ কয়েকটি ইশতেহার লিখেন। যার একটি তার বাবা-মায়ের কাছে রয়েছে।
এ ঘটনার পর এফবিআই তদন্ত শুরু করেছে। তারা ধারনা করছেন জাতিগত বিদ্বেষ থেকে এ ধরনের ঘটনা ঘটেছে।
ফ্লোরিডা জ্যাকশনভিলের মেয়র ডোনা ডিগান স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, একটি গুলিই ভয়াবহ সেখানে গণহারে গুলি চালানো সত্যিই ভয়াবহ। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বন্দুকধারীকে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছেন এবং গুলিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন