যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ২
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ববিদ্যালয়ের কেনেডি হল প্রশাসনিক বিল্ডিংয়ের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গুলির পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে জোর তল্লাশী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রকার সহযোগিতার নির্দেশ দিয়েছে।
এদিকে ঘটনার সময় নর্থ ক্যারোলিনার ‘অফিস অফ ইমারজেন্সি’ থেকে টুইটে বলা হয়- রান, হাইড, ফাইট, সিকিওর ইওরসেলফ ইমিডিয়েটলি (দৌড়াও, লুকাও, প্রতিরোধ করো, নিজেদের নিরাপদ স্থানে নাও)। জর্ডান পিয়ার্স নামের এক ছাত্রের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় অস্ত্রসজ্জিত পুলিশের দল বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকছে এবং শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনুযায়ী বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে মঙ্গলবারই ক্লাস চলার শেষ দিন ছিল। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন