যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় তিনজন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য।
সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ বলছে, তারা একজন সন্দেহভাজনকে ধরতে অভিযান চালাচ্ছে।আগামী ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে জানিয়েছেন, হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর সোমবার নতুন করে হামলার ঘটনা ঘটলো। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়।
১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। ওই কিশোরের হামলায় তার চার সহপাঠী নিহত ও একজন শিক্ষকসহ আরও ৬ জন আহত হয়।
হামলকারী লাল রঙের কেডস পরা ছিল যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সোমবার রাতে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর নির্বিচারে গুলির ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর নিউইয়র্ক পোস্টের।
পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী কৃষ্ণাঙ্গ পুরুষ। গড়নে ছোটখাটো এই ব্যক্তি মাস্ক পরা ছিলেন। বন্দুক হামলার ৪ ঘণ্টা পর তার মরদেহ ক্যাম্পাসে পড়ে থাকতে দেখা গেছে।সন্দেহভাজন বন্দুকধারীর একাধিক ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, তার পায়ে লাল রঙের কেডস। গায়ে জিনসের জ্যাকেট। মাথায় বেসবল ক্যাপ।
সন্দেহভাজন বন্দুকধারী ঠিক কী কারণে নির্বিচারে গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।
সূত্র: সিএনএন, রয়টার্স
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন