যুক্তরাষ্ট্রে ৭১ ভাগ সন্ত্রাসী হামলায় শ্বেতাঙ্গরা জড়িত
সন্ত্রাসী হামলার জন্য মুসলমানদের দায়ী করা হলেও যুক্তরাষ্ট্রে ৭১ শতাংশ সন্ত্রাসী হামলার ঘটনায় শ্বেতাঙ্গ সন্ত্রাসীরা দায়ী। নিউইয়র্ক-ভিত্তিক সংস্থা অ্যান্টি-ডিফেম্যাশন লিগ নামক একটি গবেষণা সংস্থার জরিপে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, ২৬ শতাংশ হামলার সঙ্গে মুসলমানরা জড়িত।
অ্যান্টি-ডিফেম্যাশন লিগের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে ৭১ ভাগ হামলা চালিয়েছে শ্বেতাঙ্গরা। আর ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে হামলার সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে।
এছাড়া গ্লোবাল টেরোরিজম ডাটাবেজ-এর তথ্যে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে সেসব সন্ত্রাসী হামলা হয়েছে, তার তিনভাগের দুইভাগ ঘটিয়েছে বর্ণবাদী, মুসলমানবিরোধী, ইহুদিবিরোধী, ফ্যাসিস্ট, সরকারবিরোধী এবং জাতিবিরোধী ভাবাবেগে প্রভাবিত ব্যক্তিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন