যুক্তরাষ্ট্র-তুরস্কের সঙ্গে কাতারের যৌথ মহড়ার ঘোষণা
যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে এক যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে কাতার। সৌদি আরব ও তার মিত্রদেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানা পোড়ানের মাঝেই এমন এক ঘোষণা দিলো দেশটি। রুশ গণমাধ্যম রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান কাতারি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক অনেক পুরোনো ও বন্ধুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট সবসময় আনুষ্ঠানিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
খালিদ বলেন, যুক্তরাষ্ট্র কাতারের আল-উদেইদ বিমানঘাঁটির বিকল্প খুঁজবে না। ২০১৪ সালে স্বাক্ষরিত দুই দেশের অস্ত্র চুক্তি আরও মজবুত হয়েছে। তার ভাষায়, ‘আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেছে। অথচ এ বিষয়ে আমাদের কিছুই জানা ছিলো না। আমরা খুবই অবাক হয়ছি।’
এই নিষেধাজ্ঞাকে পেছন থেকে ছুরিকাঘাতের মতো বলেও উল্লেখ করেন কাতারের এই প্রতিরক্ষামন্ত্রী। আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক সংকট শুরুর পর প্রথম কোনো সামরিক মহড়া দিতে যাচ্ছে দেশটি। ইতিমধ্যে উপসাগরীয় কাতারের হামাদে দুটি মার্কিন রণতরী এসে পৌঁছেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন