যুবদল নেতা শরিফুল ইসলাম মাসুমের মুক্তির খবরে নেত্রকোনার মদনে আনন্দ মিছিল

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মদন পৌর বিএনপির সম্মানিত সদস্য শরীফুল আলম মাসুমের মুক্তির খবরে আজ মদনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর সদরের প্রধান প্রধান সড়কে উপজেলা বি এন পি,ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে, আনন্দ মিছিলে অংশ নেয়, মদন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ সায়েম,মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দ, সাধারন সম্পাদক সুমন তালুকদার, মদন পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, মদন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজহারুল ইসলাম জুয়েল, মদন যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য ঢাকা সিএম এম কোর্টে, ২০১২ সালের বিস্ফোরক আইনে বনানী থানায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত হয় মাসুম। এ মামলায় আত্মসমর্পণ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাঁর জামিন না মঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করে।