‘যেনতেন নির্বাচন এবার হতে দেব না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারকে এবার আমরা যেনতেন নির্বাচন করতে দেব না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে।
মঈন খান বলেন, ‘সরকার যদি মনে করে থাকে, বেগম জিয়াকে জেলে রেখে পাতানো নির্বাচনের মাধ্যমে সংসদে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করবে, এবার আমরা সেটা হতে দেব না।’
তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে, তারা নার্ভাস। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার মামলা দিয়েছে, অন্যায় নিপীড়ন চালাচ্ছে, তারপরেও তারা এত নার্ভাস কেন? কারণ, তারা অন্যায় ও দুর্নীতি করেছে, মানসিকভাবেই দুর্বল হয়ে গেছে।’
প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ বলছে, তারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। দেশের যদি এতই উন্নয়ন করে থাকেন, তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? উন্নয়ন করে থাকলে জনগণ তো আপনাদের ভোট দেবে, তাহলে এত ভয় কেন?’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা সরকারের কাছে এই দাবি আর করব না। আমরা জনগণের কাছে যাব, তাদের নিয়ে আন্দোলন করে তাকে মুক্ত করব।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন জালাল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন