যে আউট আম্পায়ার প্রথমে দেননি!

বল হাতে রুবেল হোসেন, স্ট্রাইকে সুরেশ রায়না। রুবেলের দুরন্ত গতির ছুঁড়ে দেওয়া বল ব্যাটে ঠিকমত লাগাতে পারলেন না রায়না। বল গ্ল্যাভসবন্দি করলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মুহূর্তেই আম্পায়ার ডাকলেন ওয়াইড। কিন্তু মুশফিকসহ চেঁচিয়ে উঠল টাইগার শিবির। মুশফিক বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উইকেট তুলে নেওয়ার আনন্দে সাকিবের সঙ্গে করমর্দন করতে লাগলেন।

মাঠের আম্পায়ার সহায়তা নিলেন টিভি আম্পায়ারের। রিপ্লেতে দেখা গেল রায়নার ব্যাটে আলতো করে বল ছুঁয়ে তালুবন্দি হয়েছে মুশফিকের। আম্পায়ার দেরি করলেন না, আঙুল তুলে দিলেন আউট। সাকিব শিবির ততক্ষণে উইকেট পাওয়ার আনন্দ উদযাপনে ব্যস্ত।

আজ রোববার বাংলাদেশের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে তিন উইকেট হারিয়ে ভারত শিবির কিছুটা চাপে থাকলেও অধিনায়ক রোহিত শর্মা চাপ কাটানোর চেষ্টা করছেন দৃঢ়তার সঙ্গেই। ব্যক্তিগত ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই খেলছেন এই অধিনায়ক-ব্যাটসম্যান।