যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় করা হয়েছিল তা ধরে রাখতে হবে: তারেক রহমান

রাজনৈতিক বা আদর্শিক ভিন্নমত থাকতে পারে তবে দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত। যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় করা হয়েছিল সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
শনিবার (২২ মার্চ) রাজধানীর সার্কুলার রোডে ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। এই ৩১ দফা ছিল দেশ এবং দেশের মানুষের জন্য। ২০০৮ থেকে স্বৈরাচার যখন দেশের মানুষের কাঁধে চেপে বসলো, তখন দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে নিয়ে গিয়েছিল।
তিনি বলেন, যে গণতান্ত্রিক দলগুলো স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের পাশে থেকে আন্দোলন করেছিলেন সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। দেশ এবং জনগণের যে ক্ষতি হয়েছে সুযোগ আসলে রাজনৈতিক দলগুলোর তা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনকেই রাষ্ট্রকাঠামোর পরিবর্তন বলা হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৫ আগস্টের পর জনতার অভ্যুত্থানের পর দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর মানে হলো এই দেশের শিক্ষা। চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থা এসব নিয়ে প্রশংসনীয় কিছু বলার থাকবে।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়। এ সময় মত-পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন