যে কারণে কাভানিকে পেনাল্টি নিতে দেননি নেইমার
দিজনের বিপক্ষে ম্যাচ চলছে। পেনাল্টি পেয়েছে পিএসজি। এ থেকে গোল করতে পারলেই ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন এডিনসন কাভানি। অথচ তাকে স্পট কিক নিতে দেননি নেইমার। তা নিয়ে নিজেই গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমন কাণ্ডে তাকে ধুয়ে দেন মাঠে উপস্থিত দর্শকরা।
তবে এ নিয়ে মুখ খোলেননি নেইমার। অবশেষে বিষয়টি ক্লিয়ার করলেন তিনি, ‘ম্যাচ চলাকালীন রেকর্ড সম্পর্কে জানা অসম্ভব। পেনাল্টিটি নেয়ার জন্য কোচই আমাকে বলেছিলেন। তাই আমি নিয়েছিলাম, গোলও করেছি। এ নিয়ে কোনো সমস্যা নেই।’
ব্রাজিল যুবরাজ বলেন, ‘প্রত্যেকেই জানেন- একটি গেমের সব পরিকল্পনা সাজান কোচ। তিনিই সব সিদ্ধান্ত নেন। আমি কেবল আমার ওপর বর্তানো দায়িত্ব পালন করেছি।’
গত বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। এর পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবু শোনা যাচ্ছে, সেখানে সুখে নেই তিনি। সতীর্থ ও কোচের সঙ্গে বনিবনা হচ্ছে না।
এ পরিপ্রেক্ষিতে নেইমার বলেন, ‘আমার বন্ধু ও সতীর্থদের নিয়ে এখানে সুখে আছি, ভালো আছি। ইতিহাস গড়ে এখানে এসেছিলাম। নিজের সর্বোচ্চটা দিতে ও প্রচুর গোল করতেই পিএসজিতে এসেছি।’
ওই ম্যাচে নেইমার রেকর্ড বঞ্চিত করলেও তা গড়তে বেশি সময় নেননি কাভানি। পরের ম্যাচেই মপেলিয়ের বিপক্ষে জ্লাতান ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল (১৫৭) করার কীর্তি গড়েন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন