যে কারণে বিড়ালের কাছে আতঙ্কের নাম ‘শশা’! (ভিডিও)
ইন্টারনেটে পেট ভিডিও দেখেন যারা নিয়মিত, তাদের হয়তো এই বিষয়টা নজরে এসেছে। ‘ক্যাটস ভার্সেস কিউকাম্বারস’ বা ‘ক্যাটস আর অ্যাফ্রেড অফ কিউকাম্বারস’ এরকম ধাঁচের ভিডিও দেখেছেনও হয়তো।
এই সব ভিডিওতেই দেখা যায় যে শশা দেখেই আঁতকে উঠতে দেখা যাচ্ছে সব বিড়ালেরা। লাফিয়ে প্রায় এক দু’ফুট দূরে চলে যাচ্ছে বিড়ালগুলো। কিন্তু ঠিক কি কারণে শশা দেখে চমকে ওঠে বিড়ালেরা সেই বিষয়ে জানালেন পশু বিশেষজ্ঞরা।
এই বিষয়ে পশু মনস্তত্ত্ব বিশেষজ্ঞ রজার মাগফোর্ডের বক্তব্য, ‘‘আসলে বিড়ালরা খুব সজাগ প্রাণী। আশপাশে কী হচ্ছে না হচ্ছে, সেই নিয়ে তারা সদা সতর্ক। তাই অচেনা কিছু হঠাৎ দেখলে তারা চমকে ওঠে। এই ভিডিওগুলোতে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, সব ক্ষেত্রেই কিন্তু শশাটা রাখা হচ্ছে এমনভাবে, এমন একটা সময় যে তখন বেড়ালটি অন্য কিছুতে ব্যস্ত। বেশিরভাগ সময়েই খেতে ব্যস্ত। আমার মনে হয়, সেই জায়গায় যদি কোনও খেলনা মাকড়সা বা নেহাত একটা আনারসও রাখা হতো, তা হলেও কিন্তু একই ব্যাপার ঘটত।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন