যে কারণে সংলাপে যাননি গয়েশ্বর
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/85639_x7.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বহুল কাঙ্ক্ষিত সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে এই সংলাপ শুরু হয়। কিন্তু, সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যাননি।
গয়েশ্বরের বক্তিগত সহকারী মো. শাহীন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘স্যার, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য সংলাপে যেতে পারেননি।’
অবশ্য জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণভবনে প্রথমে যে ১৬ জনের তালিকা দেয়া হয়, তাতে ছিলেন না বিএনপির স্থায়ী কমিটির এই গুরুত্বপূর্ণ সদস্য।
পরে শেষ মুহূর্তে বৃহস্পতিবার আরও ৫ সদস্যের তালিকা যুক্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই তালিকাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে গয়েশ্বরের নাম যুক্ত করা হয়।
নির্ধারিত সময়ে ড. মঈন খান সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যান। প্রথমে সবাই ভেবেছিল, সবার সঙ্গে গয়েশ্বরও আছেন। পরে রাতে জানা যায়, অসুস্থতার কারণে গয়েশ্বর চন্দ্র রায় সংলাপে আসতে পারেননি।
ফলে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আর ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন