যে ক্রিকেটারকে নিজের ঘরে ডাকলেন দীনেশ কার্তিকের স্ত্রী!
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বিরাটরা। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও কিন্তু মজাই করছেন তাঁরা। অনেকেই পরিবারের লোকজনকে সঙ্গে করে নিয়েও গিয়েছেন।
এর মধ্যেই একজন দীনেশ কার্তিক। এই সফরে স্বামীর সঙ্গেই গিয়েছেন স্ত্রী ও ভারতীয় স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকল। সম্প্রতি সেখানকারই একটি ছবি পোস্ট করেছেন দীপিকা। সেই ছবিটি নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন স্কোয়াশ সুন্দরী দীপিকা। যেখানে দেখা যাচ্ছে একটি সুইমিং পুলে রয়েছেন দীপিকা। তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে। আর পিছন থেকে কেউ ছবিটি তুলেছেন। এর সঙ্গেই দীপিকা লেখেন, ‘স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়াটাও খুব কঠিন কাজ।’ দৃশ্যতই দীপিকার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশংসাও কুড়িয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটার ও দীনেশ কার্তিকের সতীর্থ হার্দিক পাণ্ডিয়ারও।
দীপিকার ওই ছবিটির প্রশংসা করার পাশাপাশি পাণ্ডিয়া লেখেন, ‘দীপিকা, পুলটি কোথায়?’ জবাবে পাণ্ডিয়াকে দীনেশ পত্নী বলেন, ‘আমার ভিলাতে এই ধরনের একটি পুল আছে, চাইলে আসতে পার। আমি তোমাকে লেবুর জল খাওয়াব।’ এর পালটা জবাব দিতে ভোলেননি পাণ্ডিয়াও। সঙ্গে লেখেন, ‘আগে বলোনি তো। আচ্ছা আমি নিশ্চয়ই লেবুর জল এবং চাট-মশলা খেতে যাব।’ এরপরেই এই কথোপকথনের পরেই তৈরি হয় জোর বিতর্ক। অনেকেই প্রশ্ন তোলেন কেন দীপিকা পাল্লিকল এমন কথা বললেন? এই নিয়ে যদিও কেউ কেউ বলছেন কেবল মজা করতেই দু’জনে এইভাবে কথা বলেছেন, এর পিছনে অন্য কোনও মানে খোঁজা বৃথাই।-সংবাদ প্রতিদিন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন