যে নদীতে বছরে ৬০ কোটি লোক গোসল করে!

গঙ্গা টেমস বা রাইন নদী নয় যে একবার সাফ করলেই সারাজীবন পরিষ্কার থাকবে! একথা বলেছেন ভারতের পানি সম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা রক্ষণ মন্ত্রী উমা ভারতী।

সোমবার রাজ্যসভার অধিবেশনে উমা বলেন, সরকার গঙ্গায় গতি আনতে এবং এর প্রবহমানতার পথে প্রতিবন্ধকতা দূর করতে একটি আইন করার কথা ভাবছে।

তিনি আরও বলেন, গঙ্গা টেমস বা রাইন নদী নয় যে একবার সফ করলেই সারাজীবন পরিষ্কার থাকবে! কারণ, এতে প্রতিদিন ২০ লাখ লোক গোসল করে। সে মতে বছরে ৬০ কোটি মানুষ গঙ্গায় নিজেদের শরীর ধোয়।

তিনি আরও জানান, গঙ্গা রক্ষা প্রকল্পের সুফল ২০১৮ সাল থেকে পাওয়া যাবে। এনবিটি