যে ‘পাসওয়ার্ডে’ পুরুষ বেশি দুর্বল

সবচেয়ে বাজে পাসওয়ার্ড কোনটি? প্রশ্নটি শুনে অনেকেই চোখ বন্ধ করে বলে দিতে পারেন পাসওয়ার্ড হিসেবে ‘পাসওয়ার্ড’ শব্দটি সবচেয়ে সহজ আর অনুমানযোগ্য। তাই কয়েক বছর ধরেই ইংরেজিতে লেখা পাসওয়ার্ড (password) শব্দটি সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকায় স্থান পাচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ সহজ পাসওয়ার্ড ব্যবহারে অ্যাকাউন্ট বেহাত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু অনেকেই সহজে মনে রাখার জন্য পাসওয়ার্ড শব্দটিকেই তাদের পাসওয়ার্ড হিসেবে দিয়ে রাখেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষ বেশি দুর্বল। সাম্প্রতিক কিছু হ্যাকিংয়ের ঘটনা সত্ত্বেও অনেকের টনক নড়েনি। অ্যাকাউন্ট নিরাপদ রাখতে জটিল ও শক্ত পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অনেকেই গড়িমসি করেন।

মার্কিন প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ইপিসি গ্রুপ বাজে পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস নিয়ে একটি গবেষণা করেছে। নভেম্বর মাসে ৬০০ ব্যক্তির ওপর করা ওই সমীক্ষায় ৩৭ শতাংশ ব্যক্তি বলেছেন, কোনো ওয়েবসাইট থেকে যখন পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়, তখনই কেবল তারা পাসওয়ার্ড পরিবর্তন করেন। ১১ শতাংশ ব্যক্তি বলেছেন, সাত বছর ধরে তারা একই পাসওয়ার্ড কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছেন। তবে সাম্প্রতিক কিছু হ্যাকিংয়ের ঘটনায় কিছু মানুষ সচেতন হয়েছেন।

ওই গবেষণায় দেখা গেছে, পুরুষেরা পাসওয়ার্ড শব্দটিকে ২ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে বেছে নিয়েছেন। তবে নারীদের ক্ষেত্রে পাসওয়ার্ড বেছে নেওয়ার প্রবণতা কিছুটা ভিন্ন। ১ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে প্রিয় মানুষের নামটি পাসওয়ার্ড হিসেবে বেছে নেন।

ওই সমীক্ষায় ২২ শতাংশ উত্তর দেন, তাঁরা সব সাইটে একই পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। ১৪ শতাংশ একেক সাইটে একেক পাসওয়ার্ড দেওয়ার কথা জানান। তথ্যসূত্র: সিনেট।