যে মাঠে কখনোই জয়ের মুখ দেখে নেই রিয়াল মাদ্রিদ
লা লীগায় খুব একটা ভালো পজিশনে নেই রোনআলদোর রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদ যেন সবসময়েই চ্যাম্পিয়নস লীগেই সেরা। আর সেই চযাম্পিয়ন্স লীগ খেলতে এবার মঙ্গলবার মাঠে নামছে জিদানের দল।
কিন্তু অবাক হলেও সত্য যে, জার্মানির এই মাঠে কখনই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এই মাঠেই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে নামবে রিয়াল। নিশ্চিতভাবেই লক্ষ্য থাকবে অতীত ইতিহাস পাল্টে সিগনাল ইডুনা পার্ক জয়ের। যদিও কাজটা সহজ হওয়ার কথা নয় মাদ্রিদের ক্লাবটির জন্য।
বুন্দেসলিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে ডর্টমুন্ড। গত সপ্তাহান্তের ম্যাচেই যেমন ঘরের মাঠে গোলোৎসব করেছে তারা বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে। ৬-১ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিকরা নামবে রিয়ালের বিপক্ষে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন