যে মামলায় গ্রেফতার আলোচিত অতিরিক্ত ডিআইজি মশিউর
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে নিয়োগ পাওয়া মশিউর রহমানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।
তাকে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু পোস্টিং দেয়া হয়নি। তার বিরুদ্ধে ৮টি মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি মামলাগুলোতে খোঁজ-খবর নিয়ে হয়তো গ্রেফতার দেখানো হতে পারে।
বৃহস্পতিবার রাতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তারপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যেখানে তিনি গোয়েন্দা ইউনিটগুলোর বিভিন্ন ডিভিশনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ঢাকা শহরে জাল টাকা নিয়ে উদ্ধার অভিযানসহ বিভিন্ন অভিযান পরিচালনায় বেশ আলোচিত ছিলেন ডিবি কর্মকর্তা মশিউর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন