যৌন জীবনে বিরূপ প্রভাব ফেলছে স্মার্টফোন!
সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, আমাদের জীবনের আনন্দকে নষ্ট করে দিচ্ছে স্মার্টফোন। এমনকি মানুষের যৌনতার প্রতি থেকে আগ্রহ কমিয়ে দিচ্ছে এই স্মার্টফোন।
ব্রিটেনের সংবাদমাধ্যম টেলিগ্রাফের করা একটি সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
টেলিগ্রাফের সমীক্ষায় দেখা গেছে, স্মার্টফোন ব্যবহারকারী যুগলেরা তাদের যৌন সম্পর্কের সময়ের ভিডিও তুলে রাখার প্রবণতা বেড়ে গেছে। প্রায় ৪ হাজারের ওপর স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, ২০ থেকে ৩৫ বছরের তরুণ-তরুণী, দম্পতীরা স্মার্টফোন ব্যবহার করেন এমন গড়ে চারজনের মধ্যে একজনের জীবনে যৌন ইচ্ছা কমে গেছে। তবে ১৮-৩০ বছরের বয়সসীমার মধ্যে স্মার্টফোন যারা ব্যবহার করেন, তাদের অবশ্য ভিন্ন তথ্য পাওয়া গেছে। ১৮-৩০ বছরের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে অন্তত ২০ শতাংশ যৌন সম্পর্কের সময় ফোন ব্যবহার করে থাকেন। আবার ২৫ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী স্বীকার করেছেন এই আধুনিক প্রযুক্তি তাদের যৌন সম্পর্কে বিরূপ প্রভাব ফেলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন