যৌন নির্যাতনের পর আড়াই বছরের শিশুকে গলা টিপে হত্যা
আড়াই বছরের শিশুকে যৌন নির্যাতনের পর গলা টিপে হত্যা করে তার নিথর দেহ ফেলে দেওয়া হল। নিখোঁজের দুই দিন পর শিশুটিকে তার বাড়ির ৫০০ মিটার দূরে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে।
রবিবার শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুনেতে শিশুটির বাড়ির কাছ থেকেই নিখোঁজ হয়ে যায় সে। তবে কে বা কারা এই জঘন্যতম অপরাধ করেছে তার খোঁজ চালাচ্ছে পুলিস।
পুলিস সূত্রের খবর, পুনের সিংগাদ রোডের বাসিন্দা পেশায় শ্রমিক তাদের শিশু বাড়ির সামনে থেকেই ২১ অক্টোবর নিখোঁজ হয়ে যায় শিশুটি। শিশুটির বাবা ও মা বাড়ির কাছেই একটি সবজি বাগানে কাজ করেন।
পুলিসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে শিশুটির বাবা-মা ঘুমিয়ে যাওয়ার পর ওই শিশুটিকে অপহরণ করা হয় তার বাড়ি থেকে। জানালা দিয়ে ঢুকে শিশুটিকে নিয়ে বাড়ির দরজা খুলে পালিয়ে যায় আততায়ীরা।
তিনি আরও বলেন, শিশুটির অবস্থা দেখে মনে হচ্ছে, তাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং তারপর গলা টিপে হত্যা করা হয়েছে।
পুনের সিংহাদ রোড পুলিস থানাতে অপহরণ, ধর্ষণ, খুন ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন