রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ১০দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের ঢোড়াকান্দর গ্রামের মৃত্যু এমরান বেপারির পুত্র পান-সুপারী ব্যবসায়ী হারুনর রশিদ (৪৫) এর অর্ধগলিত মরদেহ নিখোঁজের ১০ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকালে একই উপজেলার চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল বিলের কচুরিপানা ভর্তি এক শুকনো পুকুর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, গত ২৩ মার্চ রাতে প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল নিয়ে গ্রাম সংলগ্ন বড়দরগাহ্ বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। সে বড়দরগাহ্ বাজারে পান-সুপারির ব্যবসার পাশাপাশি বড়দরগা বাসস্ট্যান্ড হতে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। নিখোঁজের পরদিন (২৪ মার্চ) হারুনর রশিদের স্ত্রী বীথি বেগম পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

ধারণা করা হচ্ছে বেশি ভাড়ার প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাইকারীর চক্র মোটরসাইকেল ভাড়া করে তাকে ওই নির্জন রাস্তায় নিয়ে যায়। পরে হারুনরকে হত্যা করে লাশ ওই পুকুরে ফেলে মোটরসাইকেল নিয়ে লম্পট দেয় ছিনতাইকারী চক্র।

‎এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, হত্যাকান্ডটি রহস্যজনক। পুলিশ রহস্য উদ্ঘাটনে জোর প্রচেষ্টা চালাচ্ছে।