রংপুরের পীরগঞ্জে নিলামে গাছ বিক্রি বাতিলের দাবীতে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভীমশহর থেকে জোতবাজগামী রাস্তার নিলাম ডাকে গাছ বিক্রি বাতিলের দাবীতে মানববন্ধর করেছে উপকার ভোগী ও জমি মালিকেরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উক্ত রাস্তায় তারা এ মানব বন্ধন করে।
অভিযোগে জানা গেছে, জোতবাজ গ্রামের বৈশাখী ক্লাবের ৪৫ জন সদস্য বিগত ২০১০ সালে উক্ত রাস্তার দু’পাশ্বে প্রায় ৫ শতাধিক ইউক্যালিপটাস গাছের চারা রোপন করেছিল। গাছ গুলি কর্তনের উপযোগী হওয়ায় গত ৩ সেপ্টেম্বর উপজেলা বনবিভাগের তত্বাবধানে ৪২৭ টি গাছ নিলামে বিক্রি করা হয়।
নিলাম ডাকে গাছের বিক্রি মূল্য নিতান্তই কম হওয়ায় ভূক্তভোগীরা হতবাক হয়েছেন। তাদের মতে- গাছ গুলোর প্রকৃত মুল্য হতো প্রায় ১৫ লাখ টাকা। অথচ উপকার ভোগীদের মতামত না নিয়েই গাছ গুলির নিলামে সরকারি মূল্য নির্ধারন করা হয়েছিল ৬ লাখ ৮৪ হাজার টাকা এবং বিতর্কিত নিলাম ডাকে বিক্রি হয়েছে ৬ লাখ ৪০ হাজার টাকা। এতে তারা ক্ষুব্ধ।
মানববন্ধনে অংশ নেয়া জোতবাজ বৈশাখী কাবের সভাপতি আকমল হোসেন বলেন, গাছের মূল্য নির্ধারণের ব্যাপারটি আমাদের অজান্তেই হয়েছে। আর এত কম মুল্যে গাছ বিক্রির কারনে উপকারভোগী ও জমির মালিকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপকারভোগী রতন মিয়া ও শাহাবুল ইসলামের মতে গাছ গুলোর নিলাম ডাক বাতিল করে পুনঃ প্রকৃত মুল্যে গাছ গুলি নিলাম ডাকের ব্যবস্থা করা হলে উপকারভোগী ও জমির মালিকেরা আর্থিক ভাবে লাভবান হবে। তাই মানববন্ধনে অংশ গ্রহনকারীরা পুর্বের নিলাম ডাক বাতিল করে পুনঃরায় যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত মূল্য নির্ধারণ সাপেক্ষে গাছ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দাবী জানান।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন