রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গরু চুরি! জবাই করার অপরাধে মামলা
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গরু চুরি ও জবাই করার অপরাধে মামলা করার অফিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভ্যান চালকসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।
ঘটনাটি উপজেলার চৈত্রকোল ইউনিয়নের জলাইডাঙ্গা গ্রামে ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, জলাইডাঙ্গা গ্রামের একটি জামে মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দু’ভাগে বিভক্ত গ্রামবাসী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রায় ডজন খানেক মামলাও রয়েছে। যা আদালতে বিচারাধীন। মূলতঃ ২৪ মে বিকালে জলাইডাঙ্গা গ্রামের একটি বিরোধপূর্ণ জমি হতে ক্রয়সূত্রে ৩টি ইউক্লিপ্টাস গাছ কর্তন করেন একই গ্রামের মৃত সাত্তার মিয়ার পুত্র শাহজাহান বাদশা (৫০)। শাহজাহান বাদশা গাছ কর্তন পূর্বক গাছের গোলাইসমূহ ভ্যানযোগে নিয়েও যান। কিন্তু কর্তনকৃত গাছের ডালপালা ভ্যানযোগে নিয়ে যাবার সময় উক্ত জমির মালিকানা দাবী করেন একই গ্রামের মৃত জনাব আলীর পুত্র রাজু মিয়া (৪৩)। রাজু মিয়া ক্ষিপ্ত হয়ে ডালপালাসহ ২টি ভ্যান তার বাড়িতে আটক করে রাখেন। এ সংবাদ গাছ ক্রেতা শাহজাহান বাদশা ও তার লোকজন জানতে পারলে ঐ দিন সন্ধায় তারাও সংঘবদ্ধ হয়ে রাজু মিয়ার বাড়িতে যায় এবং টিনের দরজা ভেঙ্গে ভ্যান দুটি ছিনিয়ে আনে।
এতে রাজু মিয়া আরো ক্ষিপ্ত হয়ে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য ঘরবাড়ি ভাংচুর ও গরু চুরি করে জবাই করা হয়েছে মর্মে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে রাতেই অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামের বাড়িতে গরুর রান্না করা মাংস ও গরুর মাথা উদ্ধারসহ একই গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র রব্বানী মিয়া (৫৫) এবং ভ্যান চালক মহেষপুর গ্রামের দলিলুদ্দিনের পুত্র রেজাউল করিম (৪৪)কে আটক করা হয়।
এদিকে সরেজমিনে জলাইডাঙ্গা গ্রামে গেলে অধিকাংশ গ্রামবাসী জানায়, প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে রাজু মিয়া ও তার পক্ষীয় লোকজন এ নাটক সাজিয়েছে মামলা করেছে। প্রকৃত পক্ষে জলাইডাঙ্গা গ্রামের প্রায় শতাধিক যুবক পিকনিক খাওয়ার জন্য চাঁদা তুলে গত ২ মে’২১ তারিখে শঠিবাড়ি হাট হতে একটি গাভী গরু ক্রয় করেন এবং সর্বসম্মতিক্রমে একই গ্রামের আশিকুর ইসলামের বাড়িতে তা রাখা হয়। গরু ক্রয়ের হাট ইজারাদার কর্তৃক প্রদত্ব চালান ও রশিদ রয়েছে। পবিত্র রমজানের কারণে ঐ সময় তারা পিকনিক করেনি। উক্ত ক্রয়কৃত গরুটি ঐ দিন পড়ন্ত বিকালে জবাই করে গ্রামের যুবকরা পিকনিকের আয়োজন করেছিল।
এ ব্যাপারে জলাইডাঙ্গা গ্রামের জামে মসজিদ কমিটির সভাপতি ইউনুস আলী, ইউপি সদস্য মোস্তাফিজার রহমান, সাবেক চেয়ারম্যান আফিুজ্জামান আরিফ বলেন, শাহজাহান বাদশা কর্তৃক রাজু মিয়ার টিনের দরজা ভেঙ্গে দেয়া ও তার বাড়ি থেকে ২টি ভ্যান ছিনিয়ে আনার ঘটনা সত্য, কিন্ত তার গরু চুরি ও জবাই করার ঘটনা একেবারেই উদ্দেশ্যপ্রণেদিত। কেননা, তার (রাজু) গরু হারিয়ে গেলে অন্তত আমরা গ্রামবাসী জানতাম। পুলিশকে মিথ্যা তথ্য প্রদান করে এ মামলা দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন