রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রী খুন

রংপুরের পীরগঞ্জে মালয়েশিয়া প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম (৪২) কে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর ভবানীপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রবাসী সাজু মিয়া দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সাজু ও আসমা দম্পত্তির একমাত্র কন্যার সম্প্রতি বিয়ে হওয়ায় আসমা বেগম একাই বাড়িতে থাকতেন।
গত (৩০ জুলাই) বুধবার রাতে স্বামী সাজু মিয়ার সঙ্গে গৃহবধূ আসমা বেগমের সর্বশেষ কথা হয়। ৩১ জুলাই বৃহস্পতিবার সারাদিন আসমার ব্যবহৃত মোবাইলে বহুবার ফোন দিয়ে কোনো সাড়া না পেয়ে রাতে প্রবাসী সাজু মিয়া পাশের বাড়ির জনৈক ব্যক্তিকে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন।
পাশের বাডির ঐ ব্যক্তি গৃহবধূ আসমা বেগমকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঐ মহিলার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে আশপাশের লোকজন ও পুলিশেকে খবর দিলে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ১আগষ্ট সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এবিষয়ে নিহতের পরিবার পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন