রংপুরের পীরগঞ্জে বিএনপি নেতার জানাজায় মানুষের ঢল

রংপুরের পীরগঞ্জে দলীয় নেতা কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পীরগঞ্জের প্রবীন ও ত্যাগী বিএনপি নেতা মিজানুর রহমান স্বাধীন (৬০)।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা সদরের ওসমানপুর খিয়ারপাড়া ঈদগাহ মাঠে মরহুম স্বাধীন মন্ডলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
উক্ত জানাজায় রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাধারণ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
মরহুম স্বাধীন মন্ডল ছাত্র জীবন থেকে বিএনপি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থেকে এক সময় উপজেলা যুবদলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যর পুর্ব পর্যন্ত তিনি উপজেলা বিএনপি’র সদস্য এবং পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য- স্বাধীন মন্ডল মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন