রংপুরের পীরগঞ্জে ‘মেরিন একাডেমি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রংপুরের পীরগঞ্জে নব-নির্মিত বহুল প্রত্যাশিত ‘মেরিন একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার নবসৃষ্ট অবকাঠামো ও জলযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালীর মাধ্যমে এ মেরিন একাডেমিটি উদ্ভোধন করেন।

জানা গেছে, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অর্থায়নে পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে রায়পুর ইউনিয়নের ফলির বিল নামক স্থানে ১০ একর জমির উপর গণপূর্ত অধিদপ্তরের তত্ত¡াবধানে ১’শ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে এই মেরিন একাডেমি নির্মাণ কাজ সমাপ্ত করা হয়।

প্রকল্পের আওতায় নির্মিত এ মেরিন একাডেমি’তে একাডেমিক ভবন ছাড়াও প্রশাসনিক ভবন, প্যারেড গ্রাউন্ড, ডরমেটরী ভবন, ৭টি আবাসিক ভবন, মসজিদ, অত্যাধুনিক জিমনেসিয়াম, সুইমিংপুলসহ ৩৫টি অবকাঠামো প্রকল্প বাস্তবাায়ন করা হয়।

এ মেরিন একাডেমি প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলের অবহেলিত এ জনপদের সাধারণ জনগোষ্ঠীর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী দক্ষ নৌ-কর্মকর্তা ও নৌ-প্রকৌশলী তৈরি হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম মোতাবেক ৪ বছর মেয়াদের এই কোর্সের প্রথম পর্যায়ে এখান থেকে প্রতি বছর ১০০ জন করে দক্ষ নাবিক ও নৌ-প্রকৌশলী বের হবে। এ ছাড়া দেশের সকল জেলায় সমুদ্র বিষয়ক জ্ঞান চর্চার সুযোগ তৈরি হবে। এর ফলে দক্ষ ও বিশেষজ্ঞ নাবিক এবং নৌ-প্রকৌশলী তৈরি করে তাদের বিদেশে প্রেরণের মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, মেরিন একাডেমি’র কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকারসহ নানা শ্রেণী পেশার মানুষ।