রংপুরের পীরগঞ্জে ষাটোর্ধ মহিলার গলাকাটা লাশ উদ্ধার

‎রংপুরের পীরগঞ্জে নিজ ঘর থেকে আকলিমা বেগম (৬১) নামের এক মহিলার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রামনাথ ইউনিয়নের খেদমতপুর (ঘেগারতল) গ্রামের আব্দুল হাকিম উদ্দিন মন্ডলের স্ত্রী। শনিবার সকালে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

‎পরিবার সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী দু’জন রাতের খাবার খেয়ে আকলিমা বেগম শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। স্বামী হাকিম উদ্দিন মন্ডলও পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী হাকিম উদ্দিন মন্ডল প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে তার স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পায়। টর্চ লাইটের আলো দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন- তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

এ অবস্থা দেখে হাকিম উদ্দিন মন্ডল আশেপাশের লোকজনকে চিৎকার দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দেখেন যে, তার স্ত্রীকে গলাকেটে কে বা কারা হত্যা করে পালিয়েছে। পরে থানা পুলিশে সংবাদ দিলে মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

‎আকলিমা বেগম ও আব্দুল হাকিম উদ্দিন মন্ডল দম্পতির ২পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। তারা উভয়ই বিবাহিত। ২ ছেলে নিজ বাড়ি ছেড়ে প্রায় ১ কিঃমিঃ দুরে বড়ঘোলা গ্রামে বসবাস করেন। ধারণা করা হচ্ছে জমিজমা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

‎পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। শীঘ্রই প্রকৃত ঘটনা উন্মোচন হবে।