রংপুরের পীরগঞ্জে সাংবাদিককে মারধর করে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের চেষ্টা
 
            
                     
                        
       		রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের নামে গতকাল তুলকালাম ঘটনা ঘটেছে। পুর্বথেকেই সিদ্ধান্ত ছিল প্রেসক্লাবের পাশের খালি জায়গায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। অবস্থার প্রেক্ষাপটে নির্দিষ্টস্থানে ময়লার স্তপ থাকায় ময়লা পরিবহনের গাড়ি দিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে ব্যারিকেট সৃষ্টি করা হয়।
দীর্ঘক্ষন এ অবস্থা চলার পর দুপুর ২টায় আকস্মিকভাবে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়া হলে সাংবাদিকরা অপ্রস্তৃুত হয়ে পড়েন। এ অবস্থায় দৈনিক বায়ান্নর আলো’র পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলাম
প্রেসক্লাবে উপস্থিত হলে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে প্রেসক্লাব খোলা হয়। 
এ সময় মব সৃষ্টি করে মিফতাহুলের উপর আক্রমন চালিয়ে বেদম মারধর করা হয়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স্রে ভর্তি রয়েছে। এ ব্যাপারে তাৎক্ষনিক সাংবাদিকরা প্রেসক্লাবে প্রতিবাদ সভা করে ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার মুল হোতা হাবিবুর রহমান পণ্টনের ভবিষ্যতে সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	