রংপুরের পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
রন বিশ্বসাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন শাহ্, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু আজাদ বাবুল, বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলার স্টল উন্মুক্ত থাকবে। আগামী ৩০ জুলাই বুধবার পর্যন্ত মেলা চলবে। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন