রংপুরের পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের সাবিনা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ হাটে মাংস বিক্রেতা হতদরিদ্র সাদেকুল ইসলামের মেয়ে সাবিনা ইয়াসমিন মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তির সুযোগ পাওয়ায় তার নিজ গ্রামসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের শিক্ষার্থী ও গ্রামের সাধারণ মানুষ হাতে ফুল নিয়ে সাবিনা ইয়াসমিনকে শুভেচ্ছা জানানোর জন্য বাডীতে ভিড় জমায়। স্কুলের শিক্ষকগণ সাবিনা ও তার পিতাকে সঙ্গে নিয়ে পাঁয়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে সাবিনা ইয়াসমিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরে ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সাজু মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঐ প্রতিষ্ঠানের পরিচালক আতাউর রহমান, শিক্ষক, কামরুজ্জামান, সাংবাদিক আব্দুল হাকিম ডালিম, শিক্ষিকা রাজিয়া সুলতানা ও সাবিনা ইয়াসমিনের পিতা সাদেকুল ইসলাম।
পীরগঞ্জের অবহেলিত ও সুবিধা বঞ্চিত পল্লী সাহাপুর গ্রামের ব্রাইট ষ্টার জুনিয়র হাইস্কুল এন্ড কিন্ডার গার্টেন থেকে ২০২২ সনে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এবং রংপুর সরকারি কলেজ থেকে ২০২৪ সনে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সাবিনা ইয়াসমিন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ পেতে রংপুরের রেটিনা কোচিং ভর্তি হন।
সাবিনা ইয়াসমিন জানায়, নানা প্রতিকূলতার মাঝে অতিকষ্টে এ পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু পারিবারিক দৈনতা আমায় কোথায় ঠেকাবে তা নিয়ে অনেকটাই শঙ্কিত। আমি সকলের দোয়া চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন