রংপুরের পীরগঞ্জে হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যেগে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদন্নবী পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম।

সভার উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক বাবু দেবাশীষ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ, উক্ত ফ্রন্টের রংপুর জেলার আহবায়ক পরিতোষ চক্রবর্তী, সদস্য সচিব বিপ্লব রায়।

পীরগঞ্জ উপজেলা ফ্রন্টের সভাপতি এ্যাড. সন্তোষ কুমার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র, উক্ত ফ্রন্টের মিঠিপুর ইউনিয়নের সভাপতি প্রভাষক অশোক কুমার, চতরা ইউনিয়নের সভাপতি রণজিত কুমার, কাবিলপুর ইউনিয়নের সভাপতি বিধান চন্দ্র ও শানেরহাট ইউনিয়নের সভাপতি রবিন চন্দ্র প্রমুখ।

সভায় জেলা বিএনপি’র আহবায়ক তার বক্তব্যে বলেন, আমরা সুদীর্ঘ কাল থেকে সব ধর্মের লোক এক সঙ্গে বসবাস করছি। আমাদের মধ্যে কোন বিেিভেদ নাই। বিএনপি সরকারের আমলেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। অথচ বিগত আ’লীগ সরকার পাশ্ববর্তী একটা দেশের অনুগ্রহ পেতে তারাই সংখ্যা লঘুদের নির্যাতন করে বিএনপি সহ সমমনা দলগুলোর উপর দায় চাপানোর চেষ্টা করেছে।

তাদের সে মিশন ব্যর্থ হয়েছে। সভায় উপস্থিত সংখ্যালঘুদের উদ্যেশ্যে সাইফুল ইসলাম বলেন, আপনাদের যেকোন অনুষ্ঠানে বিগত সময়ের ন্যায় বিএনপি সব সময় পাশে থাকবে। আসুন আমরা একত্রে যে কোন ষড়যন্ত্র উৎখাত করি। বাংলাদেশ হয়ে উঠুক সকল ধর্মের নিরাপদ আবাসস্থল।