রংপুরের পীরগঞ্জে ২ সতীনের ভোটযুদ্ধে ছোট সতীন বিজয়ী
রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে দুই সতীন অংশ নিয়ে ছোট সতিন সাজেদা বেগম (হেলিকপ্টার) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
বড় সতিন রাজিয়া বেগম বই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন ছোট সতিনের কাছে। তিনি অবশ্য ভোট যুদ্ধে দ্বিতীয় হয়েছেন।
এলাকাবাসী জানায়, দুধিয়াবাড়ী (বটপাড়া) গ্রামের মৃত্যু জফুর উদ্দিনের ছেলে নূর চানের দুই স্ত্রী। ছোট স্ত্রী সাজেদা বেগম বিয়ের পর থেকেই সুজারকুটি গ্রামে বাবার বাড়িতে থাকেন। স্বামীর বাড়িতে থাকেন বড় স্ত্রী রাজিয়া বেগম। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে নুর চানের দ্বিতীয় স্ত্রীকে নির্বাচনে যেতে নিষেধ করলেও সে নির্বাচনে অংশ নেয়। এজন্য ক্ষেপে গিয়ে নূর চান তার বড় স্ত্রী রাজিয়া বেগমকেও নির্বাচনে বই মার্কা নিয়ে দাঁড় করিয়ে দেয়। কিন্তু ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী দু জনই ছোট সতিনের কাছে হেরে যান।
নব-নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ছোট স্ত্রী সাজেদা বলেন, আমি বিগত নির্বাচনে অনেক ভোট পেয়েও পরাজিত হয়েছিলাম। এবার যদি ভোট না করে ঘরে বসে থাকি তাহলে আমার ভোটারেরা কি বলবে?
তিনি আরও বলেন, আমাকে ১,২,৩ নং ওয়ার্ডের ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
বড় স্ত্রী রাজিয়া বেগম বলেন, নির্বাচন করতে হলে লেখাপড়ার দরকার আছে। টুকুরিয়া ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের ভোটাররা আমাকে সদস্য হিসাবে দেখতে চায়, এজন্যই আমি বই মার্কা নিয়ে ভোট করেছি।
স্বামী নূর চান মিয়া বলেন, গত নির্বাচনে আমি ছোট স্ত্রীকে নির্বাচনে অংশ নিতে বলেছি এবং তার সাথে থেকে ভোট করেছি। সেসময় পরাজিত হওয়ায় তাকে এবারে নিষেধ করেছিলাম। বড় স্ত্রীর লেখাপড়া আছে এই জন্য তাকে নির্বাচনে অংশ নিতে বলেছিলাম।
টুকুরিয়া গ্রামের ভোটার সোহেল রানা বলেন, আমাদের ৩টি ওয়ার্ডে ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী হয়ে ছিল। ভোটাররা নূর চানের দুই বউকে ব্যাপক ভোট দিয়েছে। এই ওয়ার্ডে সাজেদা ও রাজিয়া দু’সতিনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন