রংপুরের শ্যামপুরে অর্ধদিবস হরতাল
চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরের শ্যামপুর বন্দর এলাকায় অর্ধদিবস হরতাল চলেছে।
বুধবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ হরতাল চলে।
এদিকে সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর চিনিকলের প্রবেশপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আখচাষিরা।
এ সময় চিনি মিল বিক্রয়ের প্রতিবাদে ‘আখচাষি শ্রমিক-কর্মচারী এক হও’, ‘আখ কাটতে দেব না’ স্লোগান দেন শ্রমিকরা।
এদিকে একই দাবিতে শ্যামপুর চিনিকলের সামনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। দাবি না মানলে রেলপথ-রাজপথ বন্ধের হুমকি দিয়েছেন তারা।
মঙ্গলবার এই আধাবেলা হরতালের ডাক দিয়েছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী ও আখচাষিরা।
আন্দোলনকারীদের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার সেখান থেকে সরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শ্যামপুর এলাকার আখ শ্যামপুর চিনিকলে মাড়াই করার সিদ্ধান্ত দেয়া না হলে জমির আখ কেটে অন্য ফসল আবাদ করা হবে।
শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, বুধবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। স্টেশনে কোনো ট্রেন যাতায়াত করতে দেয়া হবে না, দোকানপাটসহ সব কিছুই বন্ধ থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন