রংপুরে ইসলামী আন্দোলনের উপজেলা ভিত্তিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত
রংপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই) আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
প্রথমে পীরগঞ্জ পৌরসভার সুইস গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ( চরমোনাই ) পীরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতিঃ মওলানা মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরসাহেব (চরমোনাই) আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি ইসলামী আন্দোলন রংপুর জেলা শাখা মাহমুদুর রহমান রিপন সরকার ‘ সহসভাপতি ওয়ালিদ হোসেন ‘ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাহমিদুর রহমান ‘উপদেষ্টা রংপুর জেলা শাখা এটিএম-গোলাম মোস্তফা ‘সভাপতি শ্রমিক আন্দোলন বাংলাদেশ একরামুল হক’ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আব্দুল ফাত্তা ‘প্রমুখ ।
মিঠাপুকুর উপজেলায় গড়ের মাথা সংলগ্ন দ্বিতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন, শফিউল আলম ভোলা মন্ডল। এসময় মিঠাপুকুর উপজেলা শাখার চরমোনাই পীরের অনুসারীরা অংশগ্রহণ করেন। এসময় তাদের দলীয় প্রর্তীক হাতপাখা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। দুপুর আনুমানিক ১২ঃ৩০ মিনিটে (চরমোনাই) আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সভাস্থলে উপস্থিত হয়ে বক্তৃতা প্রদান করেন।
বক্তারা এসময় বর্তমান সরকারের অধীনে আসন্ন নির্বাচনে না যাওয়া, দ্রব্যমূল্যের লাগামহীন মৃল্যবৃদ্ধি, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ সরকারের নানা সমালোচনা করেন । এবং নির্বাচনকালীন সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করে রাজপথে থাকার ঘোষণা দেন।
চরমোনানাই পীরের অনুসারীরা জানান, উপজেলা ভিত্তিক তৃনমূল পর্যায়ের কর্মীদের উদ্বৃত্ত করতে চরমোনাই পীরের উত্তরবঙ্গ আগমন। এসময় সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ তার সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকটি জেলা ও উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন