রংপুরে জামায়াতের সাংগঠনিক আমিরসহ গ্রেফতার ৮
নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় জামায়াতের রংপুর মহানগরীর সাতগারা সাংগঠনিক থানা আমির ওয়াজেদ আলী শাহ্সহ (৬১) আটজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে মহানগরীর ১৩নং ওয়ার্ডের দামুদরপুর গ্রামস্থ লাবুর মিল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ওয়াজেদ আলী ওই এলাকার মৃত শামসুল কাদেরের ছেলে। শুক্রবার বিকেলে র্যাব-১৩ এর সহকারী পরিচালক আহসান হাবীব এ তথ্য জানান।
আহসান হাবীব জানান, র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রংপুর মহানগরীর সাতগারা সাংগঠনিক থানা আমির ওয়াজেদ আলী শাহের বাড়িতে গোপন বৈঠক চলাকালে অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়াজেদসহ মধ্য পীরজাবাদ (রহমতপাড়া) এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদুল হক (৩৬), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রফিকুল ইসলাম (৬০), মৃত আজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান (৫২) এবং দামদুরপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মোজাম্মেল হক (৬০), মৃত আব্দুর রউফের ছেলে রেদওয়ানুল হক (৩৮), মৃত মজিবর রহমানের ছেলে মেরাজুল ইসলাম (৩০) ও মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল করিমকে (৬০) গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৭টি পেট্রলবোমা এবং বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ওয়াজেদ আলী শাহের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জামায়াত কর্মীরা জানায়, তারা প্রায় ৭/৮ বৎসর যাবৎ গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। দলে তরুণদের উদ্বুদ্ধকরণ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন