রংপুরে বগুড়া কমিউটার লোকো ট্রেন লাইনচ্যুত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG8983-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় ট্রেন লাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিকাল চারটা পর্যন্ত ট্রেন উদ্ধারের কাজ চলছিল। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর-গাইবান্ধার সাথে লালমনিরহাট,কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
কাউনিয়া রেলওয়ের স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ও পেছনের বগিসহ ২টি বগি কাউনিয়া পূর্বে কেবিনের কাছে এসে লাইনচ্যুত হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
স্থানীয়রা বলেন, আমরা শব্দ শুনে আসছি। সংস্কারবিহীন নড়বড়ে রেলপথ ট্রেন দুর্ঘটনার কারণ বলে তারা দাবি করেন।
কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী ২০ ডাউন বগুড়া কমিউটার ট্রেন কাউনিয়া পূর্বে কেবিনের কাছে এসে লাইনচ্যুত হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী ট্রেন ও টিম এসে উদ্ধারের কাজ করছে। আশা করছি খুব দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন