রংপুরে বিএনপি কার্যালয়ের পেছন থেকে পেট্রোল বোমা উদ্ধার

রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের পেছনে থেকে ৯ টি পেট্রোল বোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে বিএনপির ২৫/৩০ নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ তাদের সরে যেতে বললে তারা মারমুখী হয়ে ওঠে এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করা হয়।

পরে দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে ইটপাটকেল জব্দ করে পুলিশ। পরে কার্যালয়ের আশপাশে তল্লাশি চালানো হয়। এসময় কার্যালয়ের পেছনে থেকে ৯ টি পেট্রোল বোমা পাওয়া যায় ।

তিনি আরও বলেন, পেট্রোল বোমাগুলো নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।