রংপুরে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-7.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব-১৩।
গ্রেফতাররা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী মোসা: গোলচেহেরা বেগম (৩২) ও নীলফামারী জেলার জল ঢাকা থানার খুটামারা গ্রামের মানিক মিয়ার স্ত্রী মোসা: রেজিয়া (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারীর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারদের মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন