রংপুরে ৯ বছর আত্মগোপনে থাকা ১৩ মামলার আসামি গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/received_1246052155969459.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রংপুরে ১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা আসামি শাহজাহান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (২৮ আগস্ট) ঢাকার সাভার থানার বিলামানিয়া তেঁতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া রংপুর মহানগরীর ধর্মদাস মসজিদপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী বলেন, আসামি শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০১৪ সাল থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন