রংপুর পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দেবব্রত অধিকারী

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ১৫ আগষ্ট- ২০২৪ তারিখে লিখিতভাবে অনাস্থার প্রস্তাব আনেন ১২জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওছার হোসেনকে দায়িত্ব দিলে সাবেক জাতীয় সংসদের স্পীকার ও স্থানীয় সাংসদ ড. শিরীন শারমিন চৌধুরীর ডান হাত বলে খ্যাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আমিনুল ইসলামের বিরুদ্ধে ৩৭টি অভিযোগ করা হয়। এর মধ্যে অধিকাংশরই সত্যতা মেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগমের নিকট দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর (৫) (৩) ধারা অনুযায়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযুক্ত। এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট’২৪ শেখ হাসিনা সরকারের পতনের পর প্রভাবশালী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম গা ঢাকা দিয়েছে। ফলে ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতারা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওছার হোসেনের কার্যালয়ে ১২জন ইউপি সদস্য/সদস্যাদের মাঝে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১০জন ইউপি সদস্যের ভোট পেয়ে দেবব্রত অধিকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন অভিযোগের সত্যতা নিশ্চত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরবর্তীতে দেবব্রত অধিকারীকে কুমেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।