রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট প্রার্থী ৬ জন। মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৯৭।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন