‘রঙিন পাতা’য় অপু বিশ্বাস ও আলাউদ্দিন মাজিদ
এনটিভিতে আজ রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিনোদনমূলক নতুন অনুষ্ঠান ‘রঙিন পাতা’। কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা লিমা।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে অপু বিশ্বাস তাঁর ব্যক্তিগত জীবন ও সংবাদমাধ্যমের অনেক দিক নিয়ে কথা বলেছেন। অপু জানান, নেতিবাচক খবর নিয়ে তিনি খুব বিচলিত হন না। কারণ তিনি মনে করেন অনেক সময় নেতিবাচক খবর থেকেও ইতিবাচক অনেক কিছু ঘটে। তাঁর পাশে সবসময় থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন তিনি।
অন্যদিকে, সাংবাদিক আলাউদ্দীন মাজিদ জানান, অপু বিশ্বাস ও শাকিব খানের সঙ্গে তাঁর বোঝাপড়া চমৎকার। অপু বিশ্বাস গত বছর নিখোঁজ হওয়ার পর তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। অপু ও শাকিবের গোপন বিয়ের খবরও জানতেন তিনি।
আমাদের দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় এইসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারন পাঠকের রয়েছে ব্যাপক কৌতুহল। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস এবং সাংবাদিক আলাউদ্দিন মাজিদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন