রঙিন পাতায় আইরিন ও কামরুজ্জামান মিলু

চিত্রনায়িকা আইরিন ও সাংবাদিক কামরুজামান মিলু অতিথি হিসেবে এবার আসছেন এনটিভির বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতায়’। অনুষ্ঠানটি আজ রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন।

আইরিন বলেন, ‘অনেক গোছানো একটি অনুষ্ঠান।

মিলু ভাইয়ের সঙ্গে ক্যামেরার সামনে এবারই প্রথম আড্ডা দিলাম। খুব ভালো লেগেছে।’

অন্যদিকে, কামরুজ্জামান মিলু বলেন, ‘এ সময়ে আইরিন অনেক ভালো কাজ করছেন। আশা করছি, আমাদের আড্ডা দর্শক অনেক পছন্দ করবেন।’

সংবাদমাধ্যমগুলোতে একটি বিভাগ কিংবা পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা খবরের জন্য। এটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সমস্ত খবর প্রকাশিত হয় নিয়মিত। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক কৌতূহল। পত্রিকার সেই রঙিন পাতাকে উপজীব্য করেই এই অনুষ্ঠানটি সাজানো হয়ে থাকে।