রজনীকান্তকে চরম অপমান করলেন সুব্রহ্মণ্যম স্বামী!
সুপারস্টার রজনীকান্ত! তার একটি ইঙ্গিতেই ঝড় উঠেছে ভারতীয় রাজনীতিতে। দীর্ঘ অভিনয় জীবনের পর এবার রাজনীতিতে আসতে ‘ইচ্ছুক’ তিনি। ভক্তদের এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেতা রজনীকান্ত। এরপরই জোর জল্পনা ভারতের রাজনৈতিক মহলে।
কখন, কীভাবে রাজনীতিতে আসবেন রজনী? রাজনৈতিক মহলের একটি অংশের মতে, বিজেপিতে যোগ দিতে পারেন তামিল ছবির ‘থ্যালাইভা’। আবার অনেকের মতে, নিজের দল গড়ে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
কিন্তু, এমন সময়ে রজনীকান্তকে চরম অপমান করলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সোমবার সংবাদসংস্থা এএরআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তামিল রাজনীতির যা পরিস্থিতি, তাতে রজনীকান্তের মতো মানুষের কোনও প্রয়োজন নেই। উনি সংবিধান বোঝেন না। মানুষের মৌলিক অধিকার সম্পর্কে কোনও ধারণা নেই। উনি সিনেমা নিয়ে থাকলেই ভালো। ডায়ালগ বলবেন আর মানুষকে বিনোদন দেবেন।’
শুধু তাই নয়। সিনেমা জগৎ থেকে তারকাদের রাজনীতিতে প্রবেশেও নিষেধাজ্ঞার কথা বলেন স্বামী। তার মতে, ‘তামিলনাড়ুর তারকা রাজনীতিকরা রাজ্যের জন্য কিছুই করেননি।’
এদিকে, সোমবার রজনীকান্তের রাজনীতিতে প্রবেশ নিয়ে বিক্ষোভ দেখান টিএমপি পার্টির সদস্যরা। তাদের মতে, ৬৭ বছরের রজনীকান্ত কর্ণাটকের বাসিন্দা। তাই তার তামিল তখত্-এ অধিকার নেই। গত শুক্রবার নিজেকে ‘সাচ্চা তামিল’ হিসেবে তুলে ধরে রজনী জানিয়েছিলেন, ‘আমি ৪৩ বছর ধরে তামিলনাড়ুতে রয়েছি।’
যদিও এতেও আপত্তি সুব্রহ্মণ্যম স্বামীর। তার মতে, ভারতীয় সিনেমার সুপারস্টারের উচিত ছিল আরও জোরালো যুক্তি দেওয়া। স্বামী বলেন, ‘আমি নিশ্চিত, সমস্যা বাড়লে উনি পালিয়ে যাবেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন