রবিবার থেকে সুপ্রিমকোর্টে ভার্চ্যুয়ালি চলবে সব বিচারকাজ
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে মোট ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী রবিবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে ভার্চুয়ালি সব বেঞ্চে বিচারকাজ চলবে। এখন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে এই ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারিরিক উপস্থিতি ব্যতিরেখে আগামী ২০ জুন রবিবার থেকে সকাল সাড়ে ১০টা হতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন এবং অতিরিক্ত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেজ্ঞ গঠন করা হলো।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ এবং আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচার কাজ চলে আসছিল। অপরদিকে হাইকোর্ট বিভঅগে ২৩টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন