রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা। তিনি ছোট একটি বিষয়কেও খুব সন্দর ভাবে উপস্থাপন করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কথা সাহিত্যিক, সমাজ সংস্কারক, চিত্র শিল্পী। তিনি অনন্য এক অসাধারণ ক্ষমতার অধিকারী। অপর দিকে তিনি শিক্ষাবিদ এবং দার্শনিক। কবি মানবতাবাদি সমাজ সংস্কারক ও অসম্প্রদায় চেতনার মানুষ হিসেবে বিশ্বজুড়ে সমাদ্রিত এবং নন্দিত। তিনি বাঙ্গালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে আছেন।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তীর তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সোমবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার কবির কাছারী বাড়ী পতিসরে দেবেন্দ্র মে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহসদ, স্বারক বক্তা হিসেবে মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।আলোচনায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপদেষ্টা শাহ আজম।

এছাড়া অন্যদের মধ্যে নওগাঁ-২আসনের এমপি শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫, আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, নওগাঁ-৬,আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান বিপিএএ, নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পতিসর কাচারীবাড়ি রবীন্দ্র ভক্তদের মহা-মিলন মেলায় পরিনত হয়। পতিসরের চারদিকের জনপদে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।